ফ্রি তে ওয়েবসাইট তৈরি করে ইনকাম।

[b]আসসালামু আলাইকুম[/b]
আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশআল্লাহ ভালো। এডমিন কে ধন্যবাদ আমাদের এমন একটি ওয়েবসাইটের মেম্বার করার জন্য। যে বিষয়ে লিখব তা টাইটেল দেখেই বুঝেগেছেন। যা হোক চলুন দেখি: [b]সহজে ওয়েবসাইট কিভাবে তৈরি করে?[/b] এখন এমন ৪ টি ওয়েবসাইট তৈরী করার ব্লগের নাম বলব। যেখানে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা হয়। *** আপনি যে কোন বিষয়ে বা নিজের তে কোন ব্যাবসার ওপরে একটি ওয়েবসাইট বানাতে পারেন।এতে আপনি নিজের ব্যাবসাকে লক্ষ লক্ষ মানুষের কাছে ইন্টারনেটের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। সোজা ভাবে বললে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই নিজের ব্যাবসার কাস্টমার পেতে পারেন। এবং আপনি যদি ভালো করে দেখেন তাহল পাবেন যে যতসব লোকাল ব্যাবসা যেমন চুলের পালার, কাপড়ের দোকান,মিষ্টির দোকান, আদিরা ওয়েবসাইটের মাধ্যমে নিজের ব্যাবসা Promote করছেন এবং লোকাল দের নিজের ব্যাবসার বিষয়ে জানাচ্ছেন। এখন নিশ্চয় বুঝেছেন ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয়তা। তাহলে, [b]ওয়েবসাইট তৈরির করুন এই ওয়েববিল্ডার থেকে[/b] ১. blogger [img id=774686] আপনারা যদি একটি ফ্রি ব্লগ সাইট বানাতে চান, তাহলে Blogger সবথেকে সোজা এবং লাভজনক উপায় হিসেবে আমি মনে করি।Google এক একটি সাভিস বা প্রোডাক্ট হওয়ার জন্য [b]Blogger[/b] অনেক ভরসা যোগ্য।ব্লগার দ্বারা আপনার একটি পাসোনাল ব্লগ, নিজের ব্যাবসা বা কোম্পানির জন্য একটি সাইট এবং একটি অনলাইন শপিং ওয়েবসাইট বানাতে পারবেন।ব্লগার আজ সব থেকে বেশি ব্যাবহার হওয়া Blogging platform এবং এর দ্বারা হাজার লক্ষ লোকেরা অনেক রকমের সাইট বানিয়ে নিচ্ছেন। আপনি অনেক রকমের Website theme সিলেক্ট করে নিয়ে অন্য রকম ব্লগ বা সাইট বানাতে পারবেন।Blogger দ্বারা সাইট বানালে আপনার আরেক দিকে লাভ হতে পারে। আপনি এখান থেকে সরাসরি [b]গুগল এডসেন্স[/b] এর আপিল করতে পারবেন। ২. wordpress [img id=774695] যদি আপনি সহজ এবং সোজা ভাবে একটি ওয়েবসাইট তৈরি করার নিয়ম খুজছেন তাহলে wordpress আপনার জন্য সেরা হতে পারে। আপনার সবচেয়ে প্রথমে নিজের একটি Wordprdess account তৈরি করতে হবে।একাউন্ট তৈরী করার পর আপনি আপনার ওয়েবসাইট বানানোর জন্য একটি অনলাইন সফটওয়্যার পেয়ে যাবেন। এটাকে ওয়েবপ্রেস ডাশবোড বলা হয়।অনেক রকমের টেমপ্লেট থেকে যে কোন একটি website design আপনি বেঁচে নিতে পারেন।এখানে আপনারা হাজার হাজার রকমের ওয়েবসাইট ডিজাইন বা থিম পাবেন। আপনি যেরকম ওয়েবসাইট তৈরী করতে চান সে রকমের একটি থিম বেচে নিতে পারবেন। Wordpress dashboard এর বাম দিকে সব রকমের অপসন দেয়া থাকবে। যে গুলো ব্যবহার করে আপনারা অনেক সোজা নিজের ওয়েবসাইট ডিজাইন, কাস্টোমাইজ,এডিট, আটিকেল লেখা, পেজ অ্যাড এবং অপশন ব্যাবহার করতে পারবেন। এটা নতুন ওয়েবসাইট খোলার অনেক সহজ, ভালো ,ফ্রিতে এবং আধুনিক উপায়। ৩. webnode [img id=774696] Webnode এমন একটি অনলাইন ওয়েবসাইট বানানোর সফটওয়্যার বা টুল যার দ্বারা আপনি প প্রফেশনাল এবং আধুনিক ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এর দ্বারা আপনি একটি Business ওয়েবসাইট ব্লগ বা One page site তৈরী করতে পারবেন। এবং পুরোটাই ফ্রিতে কোনো টাকা না দিয়েই।Webnode ব্যাবহার করে আপনি নিজের মোবাইল থেকে ও সাইট বানাতে ও ডিজাইন করতে পারবেন।সোজা Drag & drop এবং সহজ Customization settings ব্যাবহার করে। আপনি কোনো কোডিং নলেজ ছাড়াই নিজের একটি নতুন ওয়েবসাইট তৈরী করতে পারবেন।ডিজাইন আপনার সাইড কে আকষনীয় করে তোলে। ৪. weebly [img id=774697] আরো একটি সহজে সাইট তৈরির ব্লগ হল weebly।একটি অনলাইন শপিং ষ্টোর ব্লগ বা সুন্দর ওয়েবসাইট সবটাই আপনি Weebly অনলাইন website creator software দ্বারা আপনি বানিয়ে নিতে পারবেন। এখানে ওয়েবসাইড তৈরী করা নীয়ম অনেক সোজা। Drap & drop ওয়েবসাইট বিল্ডার। সূন্দর সুন্দর ওয়েবসাইড ডিজাইন আদি ব্যাবহার করে আপনি নিজের জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইড তৈরী করতে পারবেন। কোডং বা ওয়েব ডিজাইন নলেজ ছাড়াই Weebly এমনিতে ফ্রি এবং আপনি ফ্রিতেই ব্লগ বা যেকোন সাইড বানাতে পারবেন। [b]শেষ কথা[/b]তাহলে আশা করি ওয়েবসাইড বানানোর এই ৪ টি অনলাইন টুল আপনাদের কাজে আসবে। তবে যদি আপনি একটি প্রফেশনাল ব্লগ কিংবা সাইট বানানোর কথা ভাবছেন। তাহলে অবশ্যই Wordpress বা Blogger ব্যাবহার করেই বানাবেন। এই দুটিই বিশ্বস্ত। [b]আশা করি পোষ্টটি ভালো লাগছে[/b]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন