ভানগড় দূর্গ রহস্য | [1st and 2nd part]

কলকাতা শহরে কিংবা পাহাড়ি পাইন বনের অন্দরে আবার কখনো বা সুন্দরবনের শতাব্দী প্রাচীন রাজবংশের ইতিহাসের পাতায় । আমরা ভূত খুঁজে চলেছি আপনাদের সঙ্গে নিয়ে । আজ বরং পারি দেওয়া যাক রাজ্যের বাইরে কোথাও । হ্যাঁ, আজ আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি যেখানকার গল্প বাংলায় এই প্রথম শুনবেন আপনি । তবে এই গল্পটিও বেশ বড় এবং একই সঙ্গে এর কয়েকটি আলাদা আলাদা ছোট গল্পও রয়েছে । তাই এটিও আমাদের কয়েকটি পর্বে ভেঙে ভেঙে আপনাকে শোনাতে হচ্ছে । তাহলে চলুন শুরু করি ! ) প্ৰথম পর্ব ভানগড়, রাজস্থান, ২০১০ ‘ The Tribune Chronical ‘ পত্রিকার সাংবাদিক তরুণ গৌর তখন বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে পড়াশোনা করছিলেন । তারপর একদিন পত্রিকার সম্পাদক ছিলেন মিঃ ভোরা-কে জানাতেই তিনি বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে বসলেন । বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর দুজনে স্থির করলেন এই বিষয়টি নিয়ে একটা মিডিয়া কভারেজ করা যেতেই পারে । অনুমতি পাবার পর থেকেই মিঃ গৌর বেশ রোমাঞ্চ অনুভব করতে লাগলেন কারণ আজ তিনি সেই জায়গাটার সত্য উদ্ঘাটন করতে যাচ্ছেন, যা হয়তো আগে কেউ করার সাহসই পায়নি । পরের দিন সকাল সাতটা । ড্রাইভার রাম সিংকে আগেই বলা ছিল । সময়-জ্ঞানও তার বে...