Blogger নিশ কি ?
নিশ কি সেটা আগের পোস্টেও উল্লেখ করেছি।নিশ হলো একটি বিষয়।অর্থাৎ,আমরা যে বিষয়ে ব্লগিং করবো, সেটিই আমাদের ব্লগের নিশ।নিশ কিন্তু অনেক ধরনের রয়েছে।একটি উদাহরণ দেই,আমরা স্কুল,কলেজে পড়ি।স্কুল এবং কলেজের কিন্তু ধরুন আছে।যেমন, English Version স্কুলে সবকিছুই ইংলিশে পড়ানো হয়,আবার অন্যদিকে বাংলা ভার্সনে শুধু ইংলিশ বই ছাড়া সবকিছুই বাঙলাতেই পড়ানো হয়।এছাড়াও,স্কুলের ধরন রয়েছে।অর্থাৎ,আর্ট স্কুল,যেখানে শুধু আর্ট শেখানো হয়।আবার রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট।যেখানে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পড়ালেখা করানো হয়।  ঠিক তেমনি, আমরা যখন ব্লগিং করবো,তখন ভিজিটররা আমাদের ওয়েবসাইটে কিছু পড়তে আসবে।এখন ইউটিউবে সবকিছুর টিউটোরিয়াল পাওয়া যায়।তবু কিন্তু অনেক সংখ্যক মানুষ আছে,যারা পড়তে ভালোবাসে।তারা কিন্তু সার্চ ইঞ্জিন থেকে আমাদের ওয়েবসাইটে কোনো বিষয়ে আর্টিকেল পড়তে আসে।তাই তারা যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবে,তখন যেনো তাদের একটি ধারণা হয়ে যায় যে আমাদের ব্লগটি কি সম্পর্কে।অর্থাৎ,আমরা আমদের ব্লগে কোন টপিকে পোস্ট করে থাকি। ধরুন, কোনো ভিজিটর একটি টেকনোলজি সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে আমাদের ওয়েবসাইটে আসলো,তার...
মন্তব্যসমূহ