নায়ক নায়িকার দার্জিলিং ভ্রমণ

অপরূপ সৌন্দর্য্যের শহর দার্জিলিং ছেড়ে রওনা দিলাম বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে। প্রথমে আমরা শিলিগুড়িতে আসি। ফেরার পথে কলকাতাকেও অন্তর্ভুক্ত করেছি। এখন চলছি শিলিগুড়ি থেকে কলকাতা। আগেই দেখেছি শিলিগুড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। নিউ জলপাইগুড়িতে আসি আমরা সকাল ৭ঃ০০ টায়। জলপাইগুড়ি থেকে শিয়ালদাহ পর্যন্ত আমরা ট্রেনের টিকিট কেটে নিই। শুরু হয় কলকাতায় আসার এক চরম অভিজ্ঞতা। আর আমাদের নায়ক-নায়িকাদের মিষ্টি দুষ্টুমিতে জিজের ভ্রমণটুকু আরো প্রাণবন্ত হচ্ছে। সুস্মিতাঃ মফি, আমরা ফিরে চলছি, কেমন লাগছে তোর? মফিঃ কি আর বলব? আমার মনে হচ্ছি দার্জিলিং এই তোকে নিয়ে সংসার শুরু করি। তুই যে গাউড়া, তুই তো বুঝলি না। সুস্মিতাঃ কি বললি? আবার বল্। মফিঃ যা দুষ্টামি করলাম আর কি?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্লগার এর জন্য Color Picker স্ক্রিপ্ট।

Welcome to Trickbd

আজকের এই পোস্ট শেয়ার করব ব্লগার এর জন্য একটি অসাধারণ script। আপনার যদি ব্লগার ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার সাইটে স্ক্রিপ্ট টি ব্যবহার করে দেখতে পারেন। বোঝার সুবিধার্থে কিছু স্ক্রিনশট। [img id=1596039][img id=1596040]

বিস্তারিত

ওয়েব ডিজাইন এর সময় কালার কোড প্রয়োজন হয়। আপনি ওয়েবসাইটের বিভিন্ন আইটেমের কালার কি দিবেন তা নির্ভর করে তার কোডের ওপর। এখন আপনার যদি কোন কালারের কি কোড এই বিষয়ে জানা থাকে অথবা কালার কোড গুলা সংগ্রহ করা থাকে তাহলে আপনি খুব সহজেই ওয়েব ডিজাইন করতে পারবেন। যেমন সাদার জন্য কালার code হচ্ছে #ffffff । গারো সবুজ এর কালার কোড #5d00ff। পৃথিবীর যত রকমের কালার আছে মোটামুটি সবগুলার কোড লিস্ট আকার এখানে পাওয়া যাবে। মূলত এই স্ক্রিপ্টের সবচেয়ে সুবিধা জনক ব্যাপার হচ্ছে , আপনি কালার চয়েজ করতে পারবেন যে কালারটা আপনার পছন্দ সেই কালারের উপরে সেই কালারের কোডটি পেয়ে যাবেন। এবং এর ডিজাইনটি ও খুব সুন্দর ভাবে করা। যেটা আপনারা স্ক্রিনশট দেখেই বুঝে যাবেন। যারা এর সরাসরি লাইভ ডেমো দেখতে চান।

Live Demo


Live Demo
স্ক্রিপ্ট টি যদি ভালো লেগে থাকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারেন। Code Download

Blogger নিশ কি ?

MLSBD মুভি সাইটের ব্লগার থিম ফ্রী ডাউনলোড করুন