রাতে তাড়াতাড়ি ঘুমালে পাবেন যে ৬ উপকার

অনেকেই রাতে জেগে থাকেন বা অনেক দেরি করে ঘুমান। কিন্তু রাতে ভালো এবং পর্যাপ্ত ঘুম হওয়া আপনার স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। কারণ ঘুম আমাদের শরীরকে রিচার্জ হতে সাহায্য করে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাকে সারাদিনের কাজের জন্য প্রস্তুত রাখে। আমরা যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ব্যায়ামকে সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানো। এটি আপনাকে পরের সারাদিনটা ফুরফুরে রাখতে পারে। বর্তমান সময়ে মানুষের ঘুমের মাত্রা এবং মান আগের চেয়ে অনেক কমে গেছে। আর এর পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়ে যাওয়া। কিন্তু রাতে ভালো ঘুম আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধে সহায়তা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেনে নিন রাতে তাড়াতাড়ি ঘুমানোর উপকারিতা- ১. কম ক্যালরি গ্রহণে সহায়তা করে রাতে একটি ভালো ঘুম হলে তা আমাদের কম ক্যালরি গ্রহণে সহায়তা করতে পারে। গবেষণায় দেখা গেছে যে, রাতে যাদের ভালো ঘুম হয় না বা কম ঘুম হয় তাদের ক্ষুধা বেশি থাকে এবং ক্যালরি খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এছাড়া রাতে ঘুমের অভাব হলে তা আমাদের ক্ষুধা হরমোনের দৈনন্দিন ওঠানামাকে ব্যাহত করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে দুর্বলতা সৃষ্টি করতে পারে। ২. কর্মক্ষমতা ও মস্তিস্কের কার্যকারিতা বাড়ায় জ্ঞান, একাগ্রতা, উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা নির্ভর করে মস্তিস্কের কার্যকারিতার ওপর। আর এর সবই ভালো ঘুমের মাধ্যমে ইতিবাচকভাবে প্রভাবিত হয়। একটি গবেষণায় দেখা গেছে যে, ঘুমের ঘাটতি মস্তিষ্কের কার্যকারিতার কিছু দিককে অ্যালকোহলের নেশার মতো প্রভাব ফেলতে পারে। এছাড়া আরেকটি গবেষণায় দেখা যায়, ভালো ঘুম সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে। ৩. স্ট্রোকের ঝুঁকি কমায় ঘুমের মান ও সময়কাল স্বাস্থ্যের ওপর অনেক প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুমের অভাবে রক্তচাপ এবং হার্টের কার্যকারিতা খারাপ হয়। এর ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে যে, যারা রাতে পর্যাপ্ত ঘুমায় না তাদের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। ৪. ডায়াবেটিসের ঝুঁকি কমায় রাতে ভালো ঘুম হলে তা আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। কারণ রাতে কম ঘুম হলে তা রক্তে শর্করাকে প্রভাবিত করে এবং ইনসুলিন সংবেদনশীলতা হ্রাস করে। এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। যুবকদের একটি গবেষণায় দেখা গেছে যে, টানা ৬ রাত ৪ ঘণ্টা করে ঘুমানোর ফলে তাদের ডায়াবেটিসের উপসর্গ দেখা দিয়েছে। ৫. হতাশা কমায় মানসিক স্বাস্থ্যের মতোই বিষন্নতা ও হতাশাও ঘুমের ওপর নির্ভর করে অনেকটাই। রাতে ভালো ঘুম হলে তা আপনার হতাশা ও বিষন্নতা কমাতে পারে। ৬. রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আর ঘুমের ঘাটতি আপনাকে দুর্বল করে দিতে পারে। কিছু মানুষের ওপর গবেষণা করে দেখা গেছে যে, যারা কম ঘুমান তাদের অন্যদের তুলনায় সর্দি লাগার সম্ভাবনা প্রায় তিনগুণ বেশি থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্লগার এর জন্য Color Picker স্ক্রিপ্ট।

Welcome to Trickbd

আজকের এই পোস্ট শেয়ার করব ব্লগার এর জন্য একটি অসাধারণ script। আপনার যদি ব্লগার ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার সাইটে স্ক্রিপ্ট টি ব্যবহার করে দেখতে পারেন। বোঝার সুবিধার্থে কিছু স্ক্রিনশট। [img id=1596039][img id=1596040]

বিস্তারিত

ওয়েব ডিজাইন এর সময় কালার কোড প্রয়োজন হয়। আপনি ওয়েবসাইটের বিভিন্ন আইটেমের কালার কি দিবেন তা নির্ভর করে তার কোডের ওপর। এখন আপনার যদি কোন কালারের কি কোড এই বিষয়ে জানা থাকে অথবা কালার কোড গুলা সংগ্রহ করা থাকে তাহলে আপনি খুব সহজেই ওয়েব ডিজাইন করতে পারবেন। যেমন সাদার জন্য কালার code হচ্ছে #ffffff । গারো সবুজ এর কালার কোড #5d00ff। পৃথিবীর যত রকমের কালার আছে মোটামুটি সবগুলার কোড লিস্ট আকার এখানে পাওয়া যাবে। মূলত এই স্ক্রিপ্টের সবচেয়ে সুবিধা জনক ব্যাপার হচ্ছে , আপনি কালার চয়েজ করতে পারবেন যে কালারটা আপনার পছন্দ সেই কালারের উপরে সেই কালারের কোডটি পেয়ে যাবেন। এবং এর ডিজাইনটি ও খুব সুন্দর ভাবে করা। যেটা আপনারা স্ক্রিনশট দেখেই বুঝে যাবেন। যারা এর সরাসরি লাইভ ডেমো দেখতে চান।

Live Demo


Live Demo
স্ক্রিপ্ট টি যদি ভালো লেগে থাকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারেন। Code Download

Blogger নিশ কি ?

MLSBD মুভি সাইটের ব্লগার থিম ফ্রী ডাউনলোড করুন