পোস্টগুলি

অবাক করা ঘটনা

ছবি
রিকশাওয়ালাকে বললাম, "মামা, লিচুর দোকান দেখলে থামায়েন। লিচু কিনবো।" 😊 রিকশাওয়ালা বললেন, "ঠিক আছে। আমি আপনারে লিচু বাইছা দিমুনে। আমি আগে লিচুর ব্যবসা করতাম।" 😇 আমি কিছুটা অবাক হয়ে বললাম,"লিচুর ব্যবসা বাদ দিছেন ক্যান?? লাভ কম??" 😒 রিকশাওয়ালা দীর্ঘশ্বাস ফেলে বললেন,"লাভ কম না, তবে লোকজন এমন সব প্রশ্ন করে যা একজন পুরুষ মানুষের জন্য অপমানজনক।" 😰 আমি খুব আগ্রহ নিয়ে বললাম, "অপমানজনক কি প্রশ্ন করে??" 🤨 রিকশাওয়ালা কিছুটা লাজুক ভঙ্গিতে বললেন, "তোমার লিচু এতো ছোট ক্যান??" 🙂

নায়ক নায়িকার দার্জিলিং ভ্রমণ

ছবি
অপরূপ সৌন্দর্য্যের শহর দার্জিলিং ছেড়ে রওনা দিলাম বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে। প্রথমে আমরা শিলিগুড়িতে আসি। ফেরার পথে কলকাতাকেও অন্তর্ভুক্ত করেছি। এখন চলছি শিলিগুড়ি থেকে কলকাতা। আগেই দেখেছি শিলিগুড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। নিউ জলপাইগুড়িতে আসি আমরা সকাল ৭ঃ০০ টায়। জলপাইগুড়ি থেকে শিয়ালদাহ পর্যন্ত আমরা ট্রেনের টিকিট কেটে নিই। শুরু হয় কলকাতায় আসার এক চরম অভিজ্ঞতা। আর আমাদের নায়ক-নায়িকাদের মিষ্টি দুষ্টুমিতে জিজের ভ্রমণটুকু আরো প্রাণবন্ত হচ্ছে। সুস্মিতাঃ মফি, আমরা ফিরে চলছি, কেমন লাগছে তোর? মফিঃ কি আর বলব? আমার মনে হচ্ছি দার্জিলিং এই তোকে নিয়ে সংসার শুরু করি। তুই যে গাউড়া, তুই তো বুঝলি না। সুস্মিতাঃ কি বললি? আবার বল্। মফিঃ যা দুষ্টামি করলাম আর কি?

ইসলামিক এবং শিখনীয় গল্প - ১

ছবি
-এক গ্রামে এক কুপ ছিল। --গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলতো প্রতিবারই বালতিশূন্য দড়ি উঠে আসত। --এমন অদ্ভুতকাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে, কুপে ভয়ংকর একটা ভুত বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে। এর একটা বিহিত করা দরকার। --কিন্তু কুপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না।এমন সময় এক যুবক নামতে রাজি হলো।সে বলল, আমি কুপে নামব।আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন। তবে শর্ত হল দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। --গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল।মা বাবা বলল নামিস না খোকা ভুত প্রেত থাকতেও পারে। কিন্তু যুবকের এক কথা সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকে ও উপরে রাখতে হবে।অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল।ভেতরে গিয়ে সে দেখল, কুয়ার মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। মূলতঃ বানরটিই দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে ...

ফ্রি তে ওয়েবসাইট তৈরি করে ইনকাম।

ছবি
[b]আসসালামু আলাইকুম[/b] আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশআল্লাহ ভালো। এডমিন কে ধন্যবাদ আমাদের এমন একটি ওয়েবসাইটের মেম্বার করার জন্য। যে বিষয়ে লিখব তা টাইটেল দেখেই বুঝেগেছেন। যা হোক চলুন দেখি: [b]সহজে ওয়েবসাইট কিভাবে তৈরি করে?[/b] এখন এমন ৪ টি ওয়েবসাইট তৈরী করার ব্লগের নাম বলব। যেখানে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা হয়। *** আপনি যে কোন বিষয়ে বা নিজের তে কোন ব্যাবসার ওপরে একটি ওয়েবসাইট বানাতে পারেন।এতে আপনি নিজের ব্যাবসাকে লক্ষ লক্ষ মানুষের কাছে ইন্টারনেটের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। সোজা ভাবে বললে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই নিজের ব্যাবসার কাস্টমার পেতে পারেন। এবং আপনি যদি ভালো করে দেখেন তাহল পাবেন যে যতসব লোকাল ব্যাবসা যেমন চুলের পালার, কাপড়ের দোকান,মিষ্টির দোকান, আদিরা ওয়েবসাইটের মাধ্যমে নিজের ব্যাবসা Promote করছেন এবং লোকাল দের নিজের ব্যাবসার বিষয়ে জানাচ্ছেন। এখন নিশ্চয় বুঝেছেন ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয়তা। তাহলে, [b]ওয়েবসাইট তৈরির করুন এই ওয়েববিল্ডার থেকে[/b] ১. blogger [img id=774686] আপনারা যদি একটি ফ্রি ব্লগ সাইট বানাতে চান, তাহলে Blogger সবথেকে সোজা এবং লাভজনক উপায় হিসেবে ...

কিভাবে ফেসবুকে টাকা ইনকাম করবেন?

ছবি
আসসালামু আলাইকুম, বতমানের সবচেয়ে জনপ্রিয় সোস্যাল মিডিয়া হল ফেসবুক। বিশ্বের সকল দেশে এটার ব্যাবহার। আমরা যারা ব্যাকার তারা অধিকাংশ সময় এই ফেসবুকে দেই। কিন্তু আমরা যদি চাই এই ফেসবুককে কাজে লাগিয়ে দেশের ব্যাকারত্ব দূর করতে পারি। চলুন দেখি, কিভাবে ফেসবুক থেকে ইনকাম করে? ১.বিডিও আপলোড করে। ২.অনলাইন মাকেটিং ৩. ৪ ৫ ৬ ৭ ৮

[🔥🔥🔥]ব্লগার এ anti adblock স্ক্রিপ্ট যুক্ত করে ইনকাম বাড়িয়ে নিন দ্বিগুণ।

ছবি
আসসালামু আলাইকুম যাদের ব্লগার সাইট আছে তাদের জন্য আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট। ইতিমধ্যেই পোষ্টের টাইটেল এবং থামনায় দেখেই বুঝে গেছেন কতটা গুরুত্বপূর্ণ পোস্ট। অ্যাড ব্লকিং একটি প্রযুক্তি যে প্রযুক্তি আপনাকে ব্রাউজার লোড করার আগে বিজ্ঞাপন দেখা থেকে বিরত রাখে। অর্থাৎ আপনার সাইডে যদি এড দেওয়া থাকে ভিজিটর সেই অ্যাড কে ব্লক করে সাইডে ঢুকলে তার কাছে কোন অ্যাড যাবে না এতে আপনারও ইনকাম হবে না। সুতরাং বুঝতেই পারছেন anti adblock ক্রিপ্ট আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই কনটেন্টে ব্লগারের জন্য সবচেয়ে ভালো আন্টি অ্যাডব্লক স্ক্রিপ্ট উপস্থাপন করব। শেষ পর্যন্ত না পারলে হয়তো কিছু বুঝবেন না। তাই শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো ‌‌। অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েবসাইটগুলোতে বিজ্ঞাপন ব্লক করে তাদের ব্রাউজারে অ্যাড ব্লক ব্যবহার করেন। যা এডসেন্সের উপর নির্ভরশীল ওয়েবসাইট মালিকদের উপার্জনকে অনেক অনেক কমিয়ে দেয় ‌‌। অ্যাড ব্লকার কি? অ্যাড ব্লকার হল ইন্টারনেটের ব্রাউজার গুলির জন্য একটি এড অন বা বন্ধ করার পদ্ধতি। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ক্লাসিফাইড, এবং পপ পপ অ্যাপ্লিকেশন ‌‌। কেন মানুষ একট...

[HOT] নিয়ে নিন আপনার ওয়াডপ্রেস সাইটের জন্য লাভ বাটন প্লাগিন এবং সৌন্দয বাড়ান আপনার সাইটের।

ছবি
আসসালামু আলাইকুম আমাদের যাদের ওয়াডপ্রেস সাইট তাদের জন্য আজকের পোষ্ট । আপনার ওয়াডপ্রেস সাইটের জন্য নিয়ে নিন অসাধারন একটি লাভ রিয়েক্ট প্লাগিন। ওয়াডপ্রেস এ সার্চ করে অনেক লাভ বাটন প্লাগিন দেখেছি এটা ছিল তাদের মধ্যে সেরা। সবগুলোর চেয়ে এটা অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম এটা সম্পকে আপনাদের কাছেও শেয়ার করি। আমি কেন এটা চয়েজ করেছি আমার কাছে এটা বেস্ট লাভ বাটন প্লাগিন। কারন, যে কোন পোষ্ট লাভ রিয়েক্ট দিলে এটা ঝিলিক দেয়। এটা সেট করা খুব সহজ। লাভ দিলেই কাউন্ট হবে অনেকগুলো আছে সাইট আবার লোড নেয়। ছোট একটা কোডের মাধ্যমে এটা পোষ্ট অথবা যে কোন যায়গায় বসানো যায়। যেমন ধরেন ট্রিকবিডিতে এই প্লাগিন যুক্ত আছে তাহলে আপনি যদি ট্রিকবিডিতে পোষ্ট করতে গিয়ে পোষ্ট এর যে কোন যায়গায় [ love_me] এই কোডটা বসান তাহলে পোষ্ট এর উক্ত স্থানে লাভ রিয়েক্ট দেখা যাবে। এবার আসি লাভ রিয়েক্ট বাটন যুক্ত করে কি লাভ? জি, অবশ্যই লাভ। ধরুন, আপনি একটি দোকান দিছেন । অনেক নামি দামি ভালো ভালো পন্য উঠিয়েছেন। কিন্তু কাষ্টমার নেই। তাহলে আপনার বেচাকেনা ও হবে না কোন লাভই হবে না। অবশ্য ভালো পন্য থাকলে কাস্টমার আসার সম্ভাবনা বাড়বে। কাস্টমা...